أعوذ باللّٰه من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ সুরা: আল-মু’মিনূন (২৩) ১-১১ নং আয়াত পর্যন্ত পড়ুন। ***তারাই হবে উত্তরাধিকারী। اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ﴿ۙ۱۰﴾ তারাই হবে উত্তরাধিকারী। الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۱﴾ উত্তরাধিকারী হবে ফিরদাউসের; যাতে তারা চিরস্থায়ী হবে। www.motaher21.net

أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

সুরা: আল-মু’মিনূন (২৩) ১-১১ নং আয়াত পর্যন্ত পড়ুন।
***তারাই হবে উত্তরাধিকারী।
اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ﴿ۙ۱۰﴾
তারাই হবে উত্তরাধিকারী।
الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۱﴾
উত্তরাধিকারী হবে ফিরদাউসের; যাতে তারা চিরস্থায়ী হবে।
www.motaher21.net

আসসালামুয়ালাইকুম ও রাহমাতুল্লাহ।

আমরা সবাই নিঃসন্দেহে চাই! জান্নাতুল ফেরদাউস এর অধিকারি হতে!

সুরা: আল-মু’মিনূন (২৩) ১-১১ নং আয়াত পর্যন্ত পড়ুন।
এখানে আল্লাহ পাক ঘোষনা করেছেন:-

যারা এই কাজগুলো যথাযথভাবে করবেন ।
তাঁরাই উত্তরাধিকারী হবে, ফিরদাউসের- এঁরা:-

আর আল্লাহর কথা নিঃসন্দেহে সত্য।

তাহলে আর কেন দেরি?
এই কাজগুলো করতে প্রতিযোগিতা করি:-
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۱﴾
নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা, :-
১) নং কাজ-
الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ﴿۲﴾
যারাঃ নিজেদের নামাযে (সালাতে) বিনয়াবনত হয়,
২) নং কাজ-
وَ الَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ﴿ۙ۳﴾
যারা বেহুদা ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে।
৩) নং কাজ-
وَ الَّذِیۡنَ ہُمۡ لِلزَّکٰوۃِ فٰعِلُوۡنَ ۙ﴿۴﴾
যাকাতের পথে সক্রিয় থাকে,
৪) নং কাজ-
وَ الَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ﴿۵﴾
যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে (লজ্জা-স্থানের হেফাজত করে,)
اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ﴿۶﴾
নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাঁদিদের ছাড়া, এদের কাছে (হেফাজত না করলে) তারা তিরস্কৃত হবে না,
فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ﴿۷﴾
তবে যারা এর বাইরে আরও কিছু চাইবে তারাই হবে সীমালংঘনকারী,
৫) নং কাজ-
وَ الَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَ عَہۡدِہِمۡ رٰعُوۡنَ ۙ﴿۸﴾
নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
৬) নং কাজ-
وَ الَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَوٰتِہِمۡ یُحَافِظُوۡنَ ۘ﴿۹﴾
আর যারা নিজেদের নামাযে (সালাতে) যত্নবান থাকে।

***তারাই হবে উত্তরাধিকারী।
اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ﴿ۙ۱۰﴾
তারাই হবে উত্তরাধিকারী।
الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۱﴾
উত্তরাধিকারী হবে ফিরদাউসের; যাতে তারা চিরস্থায়ী হবে।

আমিন।আমিন।আমিন।
ছুম্মা আমিন।

Leave a Reply