# আমাদের এই দেশের কত জন% মুসলিম?
www.motaher21.net
https://www.facebook.com/share/v/16nBnu8SnF/
# লিঙ্গচ্ছেদে প্রায় ৯০%। আর বাস্তব অনুশীলনে (Practice Musims) ৩০% হতে পারে।
# এটা হলেও আল্ হামদু লিল্লাহ।
আমার ভয় হচ্ছে,
ফজর নামাজের কতজন মুসলিম পাওয়া যায়?
১% হয় কি???
Thanks
www.motaher21.net
# ঈদ মোবারক। “ঈদ ভাবনা ” www.motaher21.net
আসসালামুয়ালাইকুম।
ঈদ মোবারক।
“ঈদ ভাবনা ”
১) গুলশানে, আজাদ মসজিদে তিনটি ঈদের জামাত হয়েছে।
প্রতিটি জমাতে লোকে লোকারণ্য দেখা খুব খুশি হলাম।
আল্ হামদু লিল্লাহ।
আল্লাহ হু আকবার।
২) জুমার নামাজের একটি মাত্র জামায়া হয়েছে।
লোক মসজিদ ভরা।
কিন্তু ঈদের জামাতে যে তিনটি জামায়াত হয়েছে,
তাদের আরো লোকজন যাঁরা জমাতে যাওয়ার কথা!
তাঁরা কোথায়?!?
চিন্তায় পড়ে গেলাম!!!
৩) ফজরের নামাজের সময় দেখলাম কাতারে প্রথম কাতারে পুর্ন হয়নি?
আস্থাগফেরুল্লাহ।
# আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন।
# পুর্ন ঈমান দান করুন।
আমিন।
ছুম্মা আমিন।
www.motaher21.net
https://www.facebook.com/share/p/15HeUBjJKe/