আসসালামুয়ালাইকুম।
দোস্ত তুমরা কয়েকজন হয়তো বুঝতে পারছো।
কিন্তু অনেকেই বুঝতে পারছি না।
আমি ধারাবাহিক কুরআন শরীফ এর আলোচনা করা হচ্ছে।
বাংলা, English এবং عرب তিন ভাষায় লিখিত।
তাই একটু সময় দিতে হবে। এবং একটু লম্বা হতে পারে।
তাই আমাদের ছেলেমেয়েরা ও সবাই মিলে বুঝতে পারে।
তোমরা নিজেদের অবস্থান ও সময় মত সবাই দেখতে পাবে।
সুরা ফাতিহা,বাকারা,আলে ইমরান,নিছা,মায়েদা ধারাবাহিক কুরআন এর আলোচনা করা হয়েছে।
এখন আন আম চলছে…
আমি মনে করি সবাই বুদ্ধিমান।
এটা ওবাই বুঝতে পারে।
……..……………………
সুধু ১ টি কোটেসান বলা হয়ত সুন্দর ও আকর্ষণীয়।
কিন্তু তাতে পুরো বিষয়টি বুঝতে পারে না।
তাই চেষ্টা করছি মুল বিষয় বুঝতে পারে।
এতে আমি কম-বেশি এক ডজন তাফসীর সহাযোগিতা নিচ্ছি।
যেমন:- ইবনে কাসীর, ফী যিলালিল কুরআন, তাফহীমুল কুরআন, কুরআনুল কারীম, মাও: আশরাফ আলী, আবুবকর যাকারিয়া, আহসানুল বায়ান, তাফসীরে ফাতহুল মাজীদ,
English Tafsir Ibn Kathir,
The Noble Quran…..
আমার চেষ্টা করেছি সকল মানুষের জন্য।
সেটা যে ভাষায় হোক সবাই কে কুরআন পড়তে উৎসাহিত করা।
বিশেষ করে পুরো কুরআন পড়তে।
ধারাবাহিক এরজন্য।…..
আজকে পর্যন্ত লিখা হয়েছে সুরা আনআম এর আয়াত নং ১২৭।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বুঝতে ও আমল করতে পারে।
আমিন।
ইন্জিনিয়ার মুহাম্মদ মোতাহার হোসেন।
পিংক সিটি, ঢাকা।
০১/১১/২১