(টপিক#১০৪০) “কুরআন এর আয়নায় মানুষ” www.motaher21.net আল্ কুরআনে মানুষদের তিনভাগে ভাগ করা হয়েছে।‌সুরা বাকারায় ১-২১ নং আয়াতে এখানে সুন্দর করে বলা হয়েছে। এই ৪টি বইতে বিস্তারিত জানতে চাইলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
(বই#১০৪০)
“কুরআন এর আয়নায় মানুষ”
www.motaher21.net
আল্ কুরআনে মানুষদের
তিনভাগে ভাগ করা হয়েছে।‌সুরা বাকারায় ১-২১ নং আয়াতে এখানে সুন্দর করে বলা হয়েছে।
এই ৪টি বইতে বিস্তারিত জানতে চাইলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
আল্ হামদু লিল্লাহ। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য।
আমরা যখন কুরআন পড়তে শুরু করি, তখন আমরা দেখতে পাই;
প্রথম সুরা ফাতিহা।
এই সুরায় অনেক নাম আছে।
এর অন্যতম নাম হলো, ভুমিকা।
এই ভূমিকার পরই শুরু হয় সুরা বাকারা। এবং সর্বশেষ সুরা হচ্ছে নাস।
এই প্রথম ও শেষ, এই দুই সুরার নাম করন কত চমৎকার!
আমার যখন কুরআন অধ্যয়ন করি ,তখন একটা পশু তথা গরুকে;
অধায়ন করতে করতে একে পুর্ন মানুষে পরিণত হয়।

আসুন তাহলে আর অপেক্ষা কি? এখনই শুরু করি।

১):- সুরা বাকারায় ১-৫ নং আয়াতে জানাযায় মুমিনদের বৈশিষ্ট্য। এবং এই অর্জন কারিরায় সফলতা অর্জন করতে পারে।
পুরো কুরআন জানান কি করতে হবে।
এবং কি বর্জন করতে হবে।
মোট ৯১টি আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমি আল্লাহর রহমতে যতটা সম্ভব চেষ্টা করেছি। আল্ হামদু লিল্লাহ।
আপনার ইনশাআল্লাহ চেষ্টা করলে আমার চেয়ে অনেক বেশি বুঝতে পারবেন।
এই ক্ষেত্রে আমি এক-একডজন তাফসীরের সহযোগিতা নিয়েছি।

আমার প্রথম বই
“হে মুমিনগণ!”
(বই নং :-১)
www.motaher21.net
এই পর্যন্ত ১১তম প্রকাশ (সংক্ষেপিত) হয়েছে। আল্ হামদু লিল্লাহ।
আমি চেষ্টা করছি এক এক জুমায় সকল মুসুল্লিদের একটি করি হলেও বই দেয়া চেষ্টা করছি। ইনশাআল্লাহ।

মুল বইটি পেতে হলে ওয়েব সাইট দেখতে পারেন।

www.motaher21.net

This one was published by:-
(Book No:-2)
Ahmed Hoosen Deedat.
11 September 2004.
Durban R.S.A

“O Ye Who Believe”
(0nly transaction)

He circulated it to 56 countries.Alhadu Lillah.

৩):- সুরা বাকারায় এর পর
৬-৭ নং আয়াতে জানাযায়:
এখানে দুটি আয়াতে বলা হয়েছে:
“কাফেররা বলে”
(বই নং:-৩)
এখানে কাফেররা কি বলতে চায়। কেন বলতো চায়!
www.motaher21.net
মুল বইটি পেতে হলে ওয়েব সাইট দেখতে পারেন।
এই বইটি ওয়ামী – থেকে প্রকাশিত হয়:
প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০০৭ ইং।
ওয়ামী সিরিজ:-২৬ নং।
দশম প্রকাশ, আগস্ট ২০২৩,

(বই নং:-৩)ও ( সংক্ষেপিত)
আমি চেষ্টা করছি এক এক জুমায় সকল মুসুল্লিদের একটি করি হলেও বই দেয়া চেষ্টা করছি। ইনশাআল্লাহ।

৪):- সুরা বাকারায় এর পর
৮-২০ নং আয়াত পর্যন্ত বিস্তৃত জানাযায়:
“মুনাফিকি‌ কী, কেন ও কিভাবে?”
(বই নং:-৪)
এখানে লক্ষণীয়, কাফের দের কথা খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মাত্র দুটি আয়াতে শেষ করা হয়েছে।

কিন্তু মুনাফিক দর সম্পর্কে ১৩টি আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রথমেই বলা হয়েছে, তারা বলে ; তারা বলে, তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি।
কিন্তু তারা প্রকৃত পক্ষে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না।
তারা কেন এই কাজ করে?
কি ভাবে করে?
উদাহরণ সহকারে বলা হয়েছে।
সেটা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
এমনকি আল্ কুরআনে একটি সুরা নাম
“মুনাফিকুন”।
সুরা নং:- ৬৩

এই কারণে মুনাফিক দের সবচেয়ে বেশী আলোচনা করা হয়েছে।
কুরআন ও হাদিসে মনাফিকদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলা হয়েছে।

মুনাফিক সম্পর্কে আমার এই পর্যন্ত ২৯ কি বই লিখা হয়েছে। আল্ হামদু লিল্লাহ।

এই সম্পর্ক বিস্তারিত জানতে:-
www.motaher21.net
SEARCH RESULTS FOR মুনাফিক
দেখুন।

৫):- সুরা বাকারায় ১) মুমিনগণ ২) কাফের ও ৩) মুনাফিক এই তিন ধরনের লোক নিয়ে আলোচনা করার পর, এই পর্যায়ে সকল মানুষ নিয়ে একত্রে,
“হে মানুষ”
(বই নং:-৫)
বলে সম্বোধন করে বলা হয়েছে।
সুরা বাকারায় ২১ নং আয়াতে বলা হয়েছে:-
বলা হয়েছে, তোমরা কেন আল্লাহর ইবাদত করা উচিত।

এরপর এখানে আল্লাহ এর ‌অস্তিত্ব এর প্রমাণ :-
সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।
এখানে তাফসীরে ইবনে কাছীর আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিয়েছেন।
ইমাম মালেক(র), ইমাম হানিফা (র), ইমাম শাফিই (র) ও ইমাম আহম্মাদ বিন হাম্বল (র) সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।
এরপর ” তাকওয়া ” সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সর্বশেষ তাকওয়ার ফায়দা ক? আলোচনা করা হয়েছে।
দুনিয়ার ১৫টি ফায়দা, কুরআন এর আলোকে আলোচনা করা হয়েছে।
এবং সর্বশেষ আখেরাতে ৭টি ফায়দা আলোচনা এর মাধ্যমে শেষ করা হয়েছে।
আল্ হামদু লিল্লাহ।

6):- O Ye Mankind!
www.australianislamiclibrary.org
www.motaher21.net
Selected Verses From of
Quran With Explanation

This is a English Version
( হে মানুষ).

(Book No:-6 )

This was published by:
Australian Islamic Library
This is Editing by
Muhammed Nabil Mosharraf
As published in
Australian Journal for Humanities and Islamic Studies Research.
(Vol 1, Issue 1, 2015)

Leave a Reply