أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
(বই#১০৬২/Book No.14/2)
[*”ঘুম থেকে নামাজ উত্তম ” / আমাদের ২৪ ঘন্টা রুটিনে/ ISM and Survey:-]
www.motaher21.net
Engr Motaher: https://motaher21.net/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-2/
أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
(বই#১০৬২/Book No.14/2)
[*”ঘুম থেকে নামাজ উত্তম ” / আমাদের ২৪ ঘন্টা রুটিনে/ ISM and Survey:-]
www.motaher21.net
এখানে:-
১) ঘুম
২) কাজ
৩) সেইফটি
৪) আইএসআইএম
এই বিষয়ে আলোচনা হয়েছে।
ঘুম এবং কাজ MLC2006 এর আন্ডারে পড়ে।
মনে হচ্ছে মোতাহার হোসেইন চৌধুরী কোরআনের সাথে ISM, ISPS ও MLC এর সামঞ্জস্য আনার চেষ্টা করেছে। আগের পোস্টে সে যুদ্ধ করার কথাও বলেছে যা কিনা ISPSকে denote করে।
W&R hours
# দোস্ত
Thank you so much for more details. But I actually went through this. ২০ নাম্বার আঁয়াতে কর্জে হাসানা সম্পর্কে ও বলা আছে। তাফসির টা চমতকার।
কিন্তু আমার প্রশ্ন ছিল তুমি এগুলো জাহাজের সেফটি মিটিং এ কিভাবে relate করলা? আমি জানতে ইন্টারেস্টেড।
# I teach chief mates MLC
# ধন্যবাদ। মুক্তা, তোমার জানতে চাওয়ার জন্য।
এই বিষয়ে আমি বিস্তারিত জানতে লিখেছি,
আমার বই “ঘুম থেকে নামাজ উত্তম ” / আমাদের ২৪ ঘন্টা রুটিনে/ ISM and Survey
এই বইটি ছাপানোর জন্য প্রস্তুত। কিন্তু ভাবছি!!!!
MSAB প্রকাশ করার কথা।
কিন্তু করবে কিনা জানিনা?
# দুই ঘণ্টা লেকচার!
তাই লিখতে অনেক লম্বা হবে।
সংক্ষিপ্ত বলছি।
১) এখানে রাতের বেলায় তিনটি কথা:-
কিন্তু এখানে তিনটি কথা বলা হয়েছে।
রাতে ১) অর্ধেক ২)১/৩ বা ৩)৩/২ ভাগ করা হয়েছে।
আমরা এই সময়কে তিন ভাগে ভাগ করি।
ক) উত্তম হলো অর্ধেক ঘুমের জন্য।
অর্থাৎ ১২ ঘন্টা এর মধ্যে ৬ ঘন্টা ঘুমানো।
খ) কমপক্ষে ৪ ঘন্টা ঘুমানো উচিত।
গ) বেশি ঘুমাতে চাইলে ৮ ঘন্টা।
এর বেশি নয়।
ঘ) ২০ নং আয়াতে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
১) যদি অসুস্থ হলে।
২) যদি যুদ্ধ করে। অথবা Emergency need.
৩) প্রয়োজন হলে…
এটার ব্যতিক্রম হতে পারে।
# দিনের বেলায় সম্পর্কে ৭ নং আয়াতে বলা হয়েছে:-
# নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
অর্থাৎ, দিনের বেলায় কোনো ঘুম নয়!!!
এর ব্যতিক্র হলো যদি অসুস্থ হয়।
২০ নং আয়াতে ব্যখ্যা করে বলা দেয়া হয়েছে।
আশা করি সবাই ভালো বুঝতে পারছো।
Thanks.
www.motaher21.net
………………………………..
# 2/E কাজ বাদ দিয়া মোতাহারের বই বেশী পড়ছে! বড়াসাব খুশ হুয়া, প্রমোশন দে দিয়া! খা খা খা
# তুমি কি জানো!!??
এই বইগুলো কি ব্যৈশিষ্ট??
Speciality!?
What!?
# তুমি যদি মনে করো, এভাবে প্রমোসান করা যায়!?
খুবই সংক্ষিপ্ত পথ!
তাহলে খারাপ কী!!!!
হাঁ হা হা হা…..
# এটা কোথায় পেলি?
Seriously? You posting this?
# এই প্রশ্নের উত্তর পাবি না
# দেখতে পেলেও , না বুঝতে পারলেও কি করা যাবে !?
# মোতাহার জাহাজে চড়ে কলম্বো যাচ্ছে। জাহাজের ইন্টারনেট খুব দামী এবং সীমিত ডাটা পাওয়া যায়। সেখান থেকে এসব পাঠানো ডিফিকাল্ট আছে ভি।
তার মাল্টিপল ফোনস এবং বিভিন্ন গ্রুপ, ফোরাম পরিচালনা এবং লাখ লাখ কপি পেস্ট একার পক্ষে সম্ভব নয়। সে কয়েকজন ম্যানেজার রেখে এইসব কাজ কারবার সামলায়।
# না!
আমি ম্যনেজার রাখেনি!!!
একাই করি।
# তো জাহাজের কাজ কখন করিস?
# CE রা ইচ্ছে করলে জাহাজে কাজ না করেও থাকতে পারে, আমি এক কোলকাতা বাবুকে জাহাজ থেকে নামিয়েছি ( Fitter থেকে 2E সবাইর কমপ্লেইন শুনে শুনে), উনি ইউনিট করার সময়ও ER এ যেতেন না, ইউনিফরম পরে সারাদিন উপরেই থাকতে পছন্দ করতেন।
যদিও বেশীর ভাগ CE কে busy এই পেতাম, একসাথে লান্স ডিনার করার জন্য আমাকে অপেক্ষা ও করতে হোতো বহু দিন।
তাই মোতাহারের এসব করার নিশ্চয়ই অনেক সময় হাতে আছে। তাও বাংলাদেশী জাহাজ বলে কথা, যেখানে power gap টপের দিকে।
# তুমি জান কি???
কুরআন অনুযায়ী আমাদের রুটিনে কি হয়ো উচিত???
# জাহাজ চালানোর ব্যাপারে কুরআনের গাইডেন্স কী?
# ১) কত ঘন্টা ঘুমানো উচিত??
২) কত ঘন্টা কাজ করা উচিত????
৩) আমি কত ঘন্টা কাজ করি?????????
# সুরা মুজাম্বিল পড়!
তাহলে জানতে পারবি।
# আমার ওয়েব সাইটে উত্তর দেয়া আছে।
# আজকে
Safety committee meeting was discussed today.
It was 2hour discussion.
# হাঁ!
# সেফটি কমিটির মিটিংয়ে তোর ওয়েবসাইট আর সুরা মুজাম্মিল নিয়ে আলোচনা করলি?
# Butt welding ইসলামিক উপায়ে কীভাবে কপা করা যায়?
# জাহাজের stability মেইনটেইন করার ব্যাপারে তোর ওয়েবসাইটে বা সুরা মুজাম্মিলে কী বলা হয়েছে?
# পড়ে দেখ!?!?
# ঈসরাইল যেমন সব কিছুর উত্তরে বলে they have the right to defend themselves, তেমনি মোতাহারের ও readymade উত্তর আমার বই পড়ে দেখো।
So, Motaher tell me what is the difference between you and Israel?
তোমার কোন বইতে লেখা আছে বলো?
যেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে,
সেই থেকে একটু ভালো করে দেখ।
সুরা মুজাম্বিল ১-৬ নং আয়াত ও ২০ নং আয়াত পড়।
উত্তর দেয়া আছে।
না হলে আমরা সাথে কথা বল।
বুঝিয়ে দেব।
ইনশাআল্লাহ।
# ভাইজান এইডার উত্তর ও একই পাবা,
“আমার website ” এ দেওয়া আছে।
# ঘন্টা ধরে বলা আছে?
আমার জানামতে কোরআন বা হাদীসে ঘন্টা মিনিট সেকেন্ডের কোনো কথা বলা হয়নি। কারণ তখনো মানুষ এসব আবিষ্কার করেনি।
# ১) কত ঘন্টা ঘুমানো উচিত??
২) কত ঘন্টা কাজ করা উচিত????
৩) আমি কত ঘন্টা কাজ করি?????????
# আমি চিন্তা করতেছি রাতে শিপ বন্ধ করে দিব.. দিনে কাজ করতে হবে …
চিন্তা কর। রাতে
১) অল্প সময়ে।
২) আধা-রাত বা তার চেয়েও কিছু কম।
৩) অথবা তার চেয়েও একটু বাড়ান।
দিনের বেলায়:-
৪) নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
এটা নিয়ে চিন্তা কর।
বলা হয়েছে তোমাদের জন্য দিন সৃষ্টি করেছি কাজ করার জন্য, আর রাত সৃষ্টি করেছি নিদ্রা যাওয়ার জন্য।
ঠিক কথা।
কিন্তু এখানে তিনটি কথা বলা হয়েছে।
রাতে ১) অর্ধেক ২)১/৩ বা ৩)৩/২ ভাগ করা হয়েছে।
# এখানে এই কথা বলা হয়েছে????
# মোতাহার
Truly thank you for directing me to those verses.
আয়াত ২-৬ এ কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ সন্মদ্ধে বলা হয়েছে। সাথে নোমান আলীর explanation শুনলাম আরো ক্লিয়ার হবার জন্য।
আয়াত ২০ একটা unique আয়াত, এর কিছু অংশ অবর্তীর্ন হয় মক্কায় কিছু মদিনায়।
আয়াত গুলো চমৎকার। তবে আল্লাহ পাক যেমন কোরানের অধিকাংশ আয়াত গুলোকে versatile রেখেছেন instead of fixing, এগুলো অনেকটা তাই। আরেক টা জিনিস হলো তাহাজ্জুদ আমাদের নবীর জন্য mandatory ছিল, কিন্তু তিনি সেটা আমাদের ম্যান্ডেটরি করেন নাই। তার প্রধান কারন নিত্য আবশ্যিক কাজের চেয়ে তাহাজ্জুদ কে বেশী প্রায়োরিটি না দেয়া। কারন টা various. তুমি যদি তাহাজ্জুদ পরতে চাও তবে তোমার ঘুমানোর টাইম অবশ্যই flexible হতে হবে। অন্তত যখন তুমি খুব বেশী উত্তরে বা দক্ষিনে।
আর একটা কারন তোমার তাহজ্জুদ যেন তোমার রেগুলার পাঁচ বেলার নামাজ কে গৌন না করে। আমাদের দেশে যেটা হয় তারাবীহ তে মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরে প্রথম কাতারই ভরে না।
তোমার সারা জীবনের তাহাজ্জুদ এক বেলার ফজর এর সমান নয়।
So now tell me how did you relates all this to your ship’s duty and gave your lecture for 2 hours?
I am really interested to know. And may be I will learn few things in Sha Allah.
শুধুই চিন্তা করতে থাকো
আপনি আমার বইগুলি মনোযোগ দিয়ে পড়েন, সব ফক ফকা ক্লিয়ার হোয়ে যাবে
# আংগুল দেও কেন ভাই, তাকে বলতে দেও না।
# কি কইত্তাম ভাইজান, হুইনতে হুইনতে উত্তর মুখস্থ।
যাই হউক আমার উত্তর উইথড্র করলাম, হুজুরের উত্তরের অপেক্ষায় রইলাম।
# Engr Motaher: Ch Engr’s job is 24×7. I think what you are doing is not ……..
আমাদের মাসিক সেফটি মিটিং এ আমি অবজার্ভার মাত্র।
চীফ ইঞ্জিনিয়ার সেফটি অফিসার।
সবাই বেশ ভাল..
কিন্তু দুএকজন পাই কথা কইতেই থাকে..
এমন কেউ থাকলে মিটিং এর আগে বলে দেই .. ভাই প্যাচাইবা না.. যা এজেন্ডা.. আগে তৈরী করে রিডিং পড়বা…১৯৬৯ এর গল্প বলবা না চৌধুরী শরাফতের মত…
তার পরেও ১ ঘন্টা মিটিং করার মত লোক পাই নাই..
পূর্ন দৈর্ঘ চলচ্চিত্র