শান্তির দ্বীপ
– মুহাম্মদ মোতাহার হোসাইন
শান্তির দ্বীপে
ফিরে এলো এক
আশার জাহাজ ।
রাখিয়াছি তারে নোঙ্গর করে ।
দিকে দিকে আজ পড়ে গেছে সাড়া
আয় তোরা আয় ছুটে আয়
তুমি যদি চাও,
মহা সাগরের সেই মোহনায় যাও ।
মাঝ দরিয়ায়
রাখা সেই জাহাজ
দিয়ে দেবে আজ
আসমান সম সুখ ।
আমার মনের উজাড় করা
মায়ের চেয়ে মমতায় ভরা
রহমতের ভান্ডার
ছোট্ট ছোট্ট ঢেউয়ের মাঝে
মাখা মাখি করে ছড়িয়ে পড়ে,
মনি মুক্তার মালা ।
নিয়ে নাও তারে গলায় পরে ।
মোর বুকে-
তারে রাখিব সাজিয়ে,
হারিয়ে যেন না যায় কোথাও,
রহিবে সেথায় চিরকাল ।