১-২৯ (+/-) পারা‌ পর্যন্ত আলোচনা:- লক্ষ করুন✓ আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি, সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:- তয়www.motaher21.net ১) মুমিন হিসেবে কি করা দরকার? Engr Motaher: Requested for your feedback. www.motaher21.net

১-২৯ (+/-) পারা‌ পর্যন্ত আলোচনা:-
লক্ষ করুন✓ আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি, সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:- তয়www.motaher21.net ১) মুমিন হিসেবে কি করা দরকার?
Engr Motaher: Requested for your feedback. www.motaher21.net

আল্ হামদু লিল্লাহ।
প্রতি সপ্তাহে প্রায় এক হাজার (+/-) নতুন পাঠক যোগদান করছেন। আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন …
www.motaher21.net

লক্ষ করুন✓
আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি,
সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:-
www.motaher21.net

১) মুমিন হিসেবে কি করা দরকার?
সুরা বাকারার ১-৫ নং আয়াতে মুমিনের কাজ ও সাফল্য লাভের জন্য কি করতে হবে বলেছেন:-
কুরআনে সরাসরি “হে মুমিনগণ” কথাবলে ৯১ টি আয়াত :-
কোন আয়াতে ,কি কথা বলা হয়েছে :-
“হে মুমিনগণ!”
তা জানতে পড়ুন:-
www.motaher21.net

** এই বইটির English version
“O Ye Who Believe”
Published by:-
Ahmed Hoosen Deedat ( জাকির নায়েক এর উস্তাদ)
11 September 2004
Durban R.S.A
তিনি ( O.I.C) সহ ৫৬ টি দেশে পাঠিয়ে ছিলেন।
আল্ হামদু লিল্লাহ।
আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন
www.motaher21.net

*এটির‌ মালয়শিয়া/ ইন্দোনেশিয়া
Version:-
“Hi Orang Orang Yang Beriman”
Website you may read in :-
www.motaher21.net

২) কাফেররা কি করতে চায়?
কেন করতে চায়?
কি ভাবে করতে চায়???
সুরা বাকারার ৬-৭ নং আয়াতে বলা হয়েছে।
” এবং কাফের-রা বলে”
WAMY ২০০৭ এ প্রকাশ করেছেন।
ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।
এই পর্যন্ত আমার লেখা ২০ টি খন্ড লিখা হয়েছে।
এগুলো পড়তে চাইলে
ওয়েব সাইটে দেখুন:-
www.motaher21.net

৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”
এই সম্পর্কে ৫০টি খন্ড লিখা হয়েছে।
এগুলো পড়তে চাইলে
ওয়েব সাইটে দেখুন:-
www.motaher21.net

৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ???
সুরা বাকারার ২১ নং আয়াতে বলা হয়েছে:-
এই বইটিতে:-
১) চারটি মাজহাবের তথা
আবু হানিফা, শাফেয়ি, মালিকি ও হাম্বেলি উদাহরণ দিয়ে কেন ঈমান আনতে হবে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন।
২) আমরা তো সব কাজে নগদ লাভ খোঁজি। তাই , ঈমান ও তাকওয়া অবলম্বন করলে দুনিয়ায় কি লাভ?
১৫ টি আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
৩) সর্বশেষ মুমিন হিসেবে আমরা মনে করি:-
চুড়ান্ত সাফল্য অর্জন করা। তা হলে আখেরাতের সাফল্য।
৭ টি আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
আল্ হামদু লিল্লাহ।
জানতে চাইলে অবশ্যই পড়ুন।
“হে মানুষ”
www.motaher21.net

৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত?
সুরা:- (৭৩) মুজাম্মিলে
১) ৪-৫ নং আয়াতে বলা হয়েছে রাতে অর্ধ অথবা কম বা বেশি ঘুমানো।
অর্থাৎ ১২ ঘন্টা এর মধ্যে ৬(+/-) ঘন্টা আদর্শ।
২) ৭ নং আয়াতে বলা হয়েছে:-
দিনের বেলায় রয়েছে কাজ।
অর্থাৎ ১২ ঘন্টাই রয়েছে কাজের জন্য।
৩) ২০ নং আয়াতে বলা হয়েছে:-
এর ব্যতিক্রম হতে পারে যদি:-
ক) অসুস্থ হলে।
খ) বিশেষ প্রয়োজন হলে।
গ) জিহাদের জন্য।

তাহলে সহজেই বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদে রুটিন কেমন দেখতে চান!

জানতে চাইলে পড়ুন।
“২৪ ঘন্টার রুটিন ও ঘুম থেকে নামাজ উত্তম”
সুরা মোজাম্মেল (৭৩ নং সুরা)
বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন:- www.motaher21.net

أعوذ باللّٰه من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

Engr Motaher: Requested for your feedback.

www.motaher21.net

بِسْمِ اللّهالرَّحْمـَنِ الرَّحِيم

আসসালামুয়ালাইকুম।

মুহতারাম,

মহান আল্লাহ তায়ালা শুকরিয়া জানাই, আল্ ‌হাম্ দু লিল্লাহ।

……..……………………
শুধু ১ টি কোটেসান বলা হয়ত সুন্দর ও আকর্ষণীয়।
কিন্তু তাতে মানুষ পুরো বিষয়টি বুঝতে পারে না।
তাই চেষ্টা করছি মুল বিষয় যাতে সবাই বুঝতে পারে।
এতে আমি কম-বেশি এক ডজন (+/-) তাফসীর সহাযোগিতা নিচ্ছি।

যেমন:- ইবনে ‌কাসীর, ফী যিলালিল কুরআন, তাফহীমুল কুরআন, কুরআনুল কারীম, মাও: আশরাফ আলী, আবুবকর ‌যাকারিয়া‌, আহসানুল বায়ান, তাফসীরে ফাতহুল মাজীদ,
English Tafsir Ibn Kathir,
The Noble Quran…..

………………..

আসসালামুয়ালাইকুম।
দোস্ত তোমরা কয়েকজন হয়তো বুঝতে পারছো!!
কিন্তু অনেকেই বুঝতে পারছি না।
আমি ধারাবাহিক কুরআন শরীফ এর আলোচনা করছি।
বাংলা, English এবং عرب তিন ভাষায় লিখিত।
তাই একটু ‌সময় দিতে হবে। এবং একটু লম্বা হতে পারে।
যেন আমাদের ছেলেমেয়েরা ও সবাই মিলে বুঝতে পারে।

তোমরা নিজেদের অবস্থান ও সময় মত সবাই দেখতে ‌পাবে। ইনশাআল্লাহ।
পারা:- ১ ~✓
১) সুরা ‌ফাতিহা,
২)বাকারা,
৩) আলে ইমরান,
৪) নিছা,
৫)মায়েদা,
৬)আল আনআম,
৭)আল্ আরাফ,
৮)আল্ আন্ ফাল,
৯) আত্‌ তাওবা,
১০) সুরা ইউনুস
১১) সুরা হুদ
১২)সুরা ইউসুফ
১৩) সুরা রাদ
১৪) সুরা ইব্রাহিম
১৫)সুরা হিজর
১৬) সুরা ‌নহল
১৭)সুরা বনি‌ ইসরাইল
১৮)সূরা আল-কাহাফা।
১৯)সুরা মরিয়ম।
২০) সুরা طٰهٰۚ
২১) সুরা আম্বিয়া
২২) ‌সুরা হাজ্জ।
২৩) সুরা মুমিনুন
২৪) সুরা নুর
২৫) সুরা ফুরকান
২৬) সুরা শুআরা
২৭) সুরা নমল
২৮) সুরা ক্কআসআস
২৯) সুরা আনকাবুত
৩০) সুরা রুম
৩১) সুরা লুকমান
৩২) সুরা সাজদআহ
৩৩) সুরা আহযাব
৩৪) সুরা সাবা
৩৫) সুরা ফাতের
৩৬) সুরা ইয়াসিন
৩৭) সুরা সাফ্ফাত
৩৮) সুরা:সোয়াদ
৩৯) সুরা: যুমার
৪০) আল-মু’মিন
৪১) হামীম আস-সআজদআহ
৪২) আশ-শূরা
৪৩)আয-যুখরুব
৪৪) দুখান
৪৫) সুরা জাসিয়া
৪৬) সুরা আহক্বাফ
৪৭) সুরা মুহাম্মদ
৪৮) সুরা ফাতাহ্
৪৯) সুরা হুজরাত
৫০) সুরা ক্বাফ
………………………
৬০) সুরা-মুমতাহিনা।
৬১) সুরা-সফ।
৬২) সুরা-জুমায়া।
………..
৬৮) সুরা আল্ ক্বালাম ।
পারা :- ২৯ চলছে:-
ধারাবাহিক কুরআন এর আলোচনা করা হচ্ছে..
এর আগেও..
সুরা মুজাম্মাল (৭৩)
সুরা আসর وَ الْعَصْرِۙ। (১০৩)
সুরা: আল-মাউন الْمَاعُوْنَ۠ (১০৭)
ইত্যাদি আরো কয়েকটি সুরা আলোচনা করা হয়েছে।

আমি মনে করি সবাই বুদ্ধিমান।
এটা সবাই বুঝতে পারে ইনশাআল্লাহ।

………
একটা বিষয় লিখা হলে Facebook-এ ১০,০০,০০০/(দশ লক্ষ +/- ) এর বেশি লোক কে পাঠানো হয়।
What’s app তে ৪০(+/-) টি গ্রুপে ও tweete-এ পাঠানো হয়।
………………

আমার প্রকাশের অপেক্ষায় ৪টি
বই কেন আপনি ছাপাবেন ইনশাআল্লাহ :-

১) আল্ ‌হাম্ দু লিল্লাহ, আমি এখন পর্যন্ত ১১৭৩(+…+) টি বই লিখেছি।
২) এখন পর্যন্ত ছাপানো হয়েছে ১৩টি বই ।
৩) Durban R S A থেকে Ahmed Hossen Deedat (2004 সালে) প্রকাশ করেছেন।(তিনি – জাকির নায়েক এর উস্তাদ)
তিনি এই বইগুলো ৫৬ টি দেশে পাঠিয়ে ছিলেন।
৪) ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়াম) ২০০৭ সালে প্রকাশ করেছেন ।
ওয়ামী বই সিরিজ ২৬।
৫) Australian Islamic Library
2015 সালে প্রকাশ করেছেন
৬) এই পর্যন্ত কম বা বেশি ১২ লক্ষ (+/-) বই বিতরণ বা বিক্রয় করা হয়েছে।
৭) প্রকাশিতব্য বই ৪টি ছাপানো হলে আমি ইনশাআল্লাহ ১০০০ এক হাজার বই ক্রয় করবো।
………….
বই ৪টি পছন্দ করেছি :-
আমার লেখা ১১৭৩ (+…+) টি বই এর মধ্যে এগুলো সর্ব উত্তম ৪টি।
১) আমরা অনেকেই আল্লাহ তায়ালা কে ভালোবাসার দাবি করি।
আর আখেরাতে নাজাত পেতে হলে অবশ্যই আল্লাহকে বাস্তব জীবনে ভালোবাসতে হবে।
“আল্লাহকে কতটুকু ভালোবাসি”?
এই বইতে সেটা সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে।
২)আল্লাহ তায়ালা আমাদেরকে বার বার বলেছেন যে আমাদের সঠিক কথা বলতে হবে,
সঠিক কাজটি করতে হবে।
“এমন কথা কেন বল?”
এই বইতে পাঠকগণকে সেটা সুন্দর করে বুঝিয়ে ‌দেয়া হয়েছে।
৩)সুরা বনি ইসরাইলে ২৩ নং আয়াত থেকে ৩৯ নং আয়াত পর্যন্ত (৩ তৃতীয় রুকু ও ৪ চতুর্থ রুকু তে) বিস্তারিত আলোচনা করেছেন :-
আমাদের সমাজ ও জীবন কিভাবে পরিচালিত করা দরকার !
এই বিষয়ে চমৎকারভাবে বলেছেন।
“আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন”
বইতে সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে।
৪) “ইসলামের বিজয়” বইটিতে
ক) আমাদের অধ্যায়ন,‌ খ)বই পড়া ও বিতরণ, গ) মুমিন, কাফের,মুনাফীক ও মানুষ ঘ) লেনদেন । ঙ) ২৪ ঘন্টার রুটিন‌ । চ) ইসলামের বিজয় কি ভাবে করা‌ যাবে। ছ) আল্লাহকে ভালোবাসা, জ) আন্তর্জাতিক বিশ্বে দাওয়াত ।
এই সকল বিষয়ে ‌ আলোচনা করা হয়েছে।

তাই এটা অবশ্যই পড়া প্রয়োজন।
আমরা সবাই ইনশাআল্লাহ নিজে পড়ব , অন্যকেও পড়তে উৎসাহিত করব।
…….

ইন্জিনিয়ার মুহাম্মদ মোতাহার হোসেন
House # 12
Road # 03, Block-B
Pink city Model Town,
Khilkhet, Dhaka1229, Bangladesh.
Phone: +88-01883385800/01827764252 email: motaher7862004@ya hoo.com/engrmotaher440@gmail.com

FB:Muhammed Motaher Hossain/ Motaher’s Fan Page
Engr Motaher: https://motaher21.net/about-author/

Leave a Reply