বই:-১১২০ www.motaher21.net বই বিতরণ ও দাওয়াত

বই:-১১২০ www.motaher21.net
বই বিতরণ ও দাওয়াত
আসসালামুয়ালাইকুম।‌ আল্ হামদু লিল্লাহ । আজকের জুমায় মসজিদে ও মার্কেটে দুই হাজার একশত (+/-) বই বিতরণ করা হয়েছে। আল্লাহ হু আকবার। ‌ এই বই‌ গুলো পড়তে ওয়েবসাইটে দেখুন। www.motaher21.net ১) মুমিন হিসেবে কি করা দরকার? কুরআনে ৯১ টি আয়াত জানতে পড়ুন। ২) কাফেররা কি করতে চায়? ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক?? জানতে চাইলে পড়ুন। ৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ??? জানতে চাইলে অবশ্যই পড়ুন। ৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত? জানতে চাইলে পড়ুন। বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন www.motaher21.net

আল্ হামদু লিল্লাহ। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার নতুন পাঠক যোগদান করছেন। আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন …
www.motaher21.net

আসসালামুয়ালাইকুম।‌ আল্ হামদু লিল্লাহ । গত জুমায় মসজিদে ও মার্কেটে দুই হাজার একশত (+/-) বই বিতরণ করা হয়েছে। আল্লাহ হু আকবার।

এই বই‌ গুলো পড়তে ওয়েবসাইটে দেখুন। www.motaher21.net

লক্ষ করুন✓
আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি,
সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:-
www.motaher21.net

১) মুমিন হিসেবে কি করা দরকার?
সুরা বাকারার ১-৫ নং আয়াতে মুমিনের কাজ ও সাফল্য লাভের জন্য কি করতে হবে বলেছেন:-
কুরআনে ৯১ টি আয়াত জানতে পড়ুন। কোথায় কি কথা বলা হয়েছে:-
“হে মুমিনগণ!”
তা জানতে পড়ুন:-
www.motaher21.net

২) কাফেররা কি করতে চায়?
কেন করতে চায়?
কি ভাবে করতে চায়???
সুরা বাকারার ৬-৭ নং আয়াতে বলা হয়েছে।
” এবং কাফের-রা বলে”
ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।
www.motaher21.net

৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”
www.motaher21.net

৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ???
সুরা বাকারার ২১ নং আয়াতে বলা হয়েছে:-
জানতে চাইলে অবশ্যই পড়ুন।
“হে মানুষ”
www.motaher21.net

৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত? জানতে চাইলে পড়ুন।
“২৪ ঘন্টার রুটিন ও ঘুম থেকে নামাজ উত্তম”
সুরা মোজাম্মেল (৭৩ নং সুরা)
বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন www.motaher21.net

তুমি তোমার বক্তব্য বলতে পারো, মানুষকে দাওয়াত দিতে পারো কিন্তু এই দাওয়াতের জন্যে একটা অস্বাভাবিক পদ্ধতি বেছে নিয়েছো! দেশের সব মানুষকে এই পদ্ধতিতে দাওয়াত না দিলে আল্লাহ তোমাকে ধরবে না। তুমি জামায়াতের মত সংগঠনের প্রধান নও বা দেশের রাহবার নও যে সব মানুষের হাতে তোমাকেই তোমার নিজের বই বিলি করতে হবে। তোমার লেখায় এমন কোনও নতুনত্ব নেই যে সবাই আগ্রহ ভরে পড়বে। আমি তোমাকে বাস্তবতায় ফেরাতে এসব বলি। কারণ এই চিন্তা/পেরেশানি তোমাকে মানুষের চোখে এবনরমাল বানিয়ে ফেলছে। রাসুলের (স:) জীবনের সাথে এই ক্ষেত্রে তুমি যে মিল টানো( রাসুল(স:) কেও পাগল ডেকেছে) সেটাও ঠিক হচ্ছে না।

নিজের খরচায় বই ছাপাও, আবার নিজেই সেগুলো বিলি করো। আবার নিজেই সেগুলো মানুষকে বলে বেড়াও। তোমার কাছের লোকজন কিছু বললে শোন না। এটাই এবনরমালিটি। এতে তোমার সম্মানেরও হানি হচ্ছে৷ তোমার প্রফেশনাল জায়গায় ক্ষতি হচ্ছে। এটা তোমাকে কীভাবে বোঝাই?

দয়া করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দাওয়াত সম্পর্কে একটুখানি বলে দাও। প্লিজ।
বিশেষ করে আবুলাহাব এর প্রতিক্রিয়া সহ জানাও। প্লিজ।

আবু লাহাবের দল রাসুল(স:)এর ম্যাসেজটির বিরোধী ছিল। কিন্তু তোমার বিরোধিতা করা হচ্ছে পদ্ধতিটির। বাসে, পরিবহনে, মার্কেট প্লেসে স্বয়ং লেখক / সন্তান / বেয়াই বই বিলি করছে।

দুয়েকজন ( ০.১℅)লৌকিকতার খাতিরে তোমার সামনে একটু মৃদু প্রশংসা করছে। একজন বিখ্যাত ব্যক্তি তোমার সম্পর্কে আমাকে বলেছেন, আপনার দোস্তটা একটা বোকা! এসব ফিডব্যাক বিবেচনায় নিয়ে তোমার কর্মপন্থা সংশোধন করতে হবে। জামায়াত থেকে আত্মসমালোচনা কী শেখলা তুমি?

তোমার এই জেদ ক্ষতিকর! তুমি বই বিলাও ভালো কথা। সেগুলো আবার নিজেই ফলাও করে প্রচার করো কেন? তুমি যদি ৫০০ মানুষকে এসব জানাও এদের মধ্যে কয়জন এটাকে এপ্রিশিয়েট করছে? এসব ম্যাসেজ (আমি নিশ্চিত) তাদের কাছেও যাচ্ছে যারা তোমার জবের ব্যাপারে সিদ্ধান্ত নেন! ফলে তোমার এসব কর্মকাণ্ড তোমার নিজের এবং পরিবারের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে!

তুমি লেখালেখি কর অথচ হিউম্যান সাইকোলজির এই সামান্য বিষয়টি ধরতে পারো না?

তুমি প্রিন্ট করো, বিলাও সমস্যা নেই। কিন্তু এইভাবে ঘটা করে মানুষকে জানিও না। আল্লাহর দোহাই। এটা তোমার এবনরমালিটি প্রকাশ করছে।

এটাই আমার শেষ সতর্ক বাণী। এরপর আপটু ইউ।

তোমাদের….
চিন্তার দৈন্য দশা থেকে….
দুঃখিত হয়ে ছাড়া কি করতে পারি!!!???

ঠিক আছে তুমি তোমার শুভ চিন্তা নিয়ে থাক। আমি তোমার গ্রুপ থেকে এগজিট করব যতক্ষণ তুমি চিন্তা ভাবনা ঠিক না কর।

ভালো কাজ যদি মনে কর তবে গোপনে কর!

এই শুক্রবারে যদি তোমার বই বিলির সংবাদ দাও, তা দেখামাত্রই আমি ওয়াক আউট করব।

ভালো কাজ প্রকাশ্যেই করা হয়।
গোপনীয়তা বিপরীত….

সেটাই প্রকাশ্যে করা হয় যা দেখে অন্যরা উৎসাহিত হয়। তোমাকে দেখে কেউ হচ্ছে?

মুজিব (২২) প্রত্যেকদিন এসব ম্যাসেজ পেয়ে তোমার উপর খুবই বিরক্ত। আমাকে বলেছে, তুমি এসব কন্টিনিউ করলে তার পক্ষেও জব দেওয়া কঠিন হয়ে পড়বে। একারণেই তোমাকে এই চাপগুলো দিচ্ছি।

আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”

এটা শুধু আমাকে বুঝাও।

এগুলো নিয়ে তোমার ভাবনার সাথে তো ভিন্নমত নেই। সব মানুষের মাঝেই মোনাফেকির কিছু প্রবণতা আছে। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। সমস্যা হলো এগুলো বলতে গিয়ে, জানাতে গিয়ে মানুষকে বিরক্ত করে ফেল। এগুলো বলতে হয় ছোট করে। কয়েক লাইনে। তুমি ডেইলি ডেইলি যেভাবে পাঠাও কার এত সময় আছে এগুলো পড়ার? যারা শুরু করে তারাও কয়েক লাইন পড়েই ক্ষান্ত দেয়। তুমি এই ফিডব্যাক না নিয়ে ক্রমাগত পাঠাতে থাক! তুমি কখনও দেখেছো আমার কোনও লেখা বা টকশো কাউকে পাঠিয়েছি? আমার পেইজে দেই। যার ইচ্ছা পড়ুক বা না পড়ুক, দেখুক বা না দেখুক। আমার ছেলে / বউ দেখে কি না তাও জানি না। অন্যদের বলা তো দূরের কথা।

অদ্ভুত!!!
আমি কি তাহলে অন্য দের সাথে কথা বলবো।

মুজিবের সাথে কথা বল। অন্যরা কি কেউ তোমাকে মুখের উপর বলবে? এসআর শিপিং এ কেউ কি তোমাকে সরাসরি কিছু বলেছে? তোমাকে পছন্দ না করলে এভয়েড করবে।

আমি গ্রুপে লিখে সবার মতামত চাই। তাহলে বুঝতে পারবে।

মুজিব ইম্মিডিয়েট জুনিয়র বলে আমাকে বলেছে। মেহেরুল ভাই জানলেও তো আমাকে কিছু বলে নাই।

তোমার ভালো চায় বলেই মুজিব সতর্ক করেছে।

Okay continue and grow with it. What is the use of annoying people ?

Print the book – No problem, accept with objection

Distribute it – No problem, accept with objection.

But do not share / spread the news about it! It is the most damaging part!

I will exit from your group if you do it any more.

That’s it the Kafirs want!!
Please read the book of the series number -2
“And the Kafir say”
WAMY book 26.
Please read again minutely.
Thanks and regards.
www.motaher21.net

আমি তোমাকে একটা বিষয়ে বললাম। তুমি সেইটার জবাব না দিয়ে তোমার একই কথা বলে যাচছ। আমি এক কাজ করি, আমি তোমার গ্রুপে গিয়ে একটা সার্ভে করি, সবাইকে জিজ্ঞেস করি। দেখি, কয়জন তোমার এই কীর্তিকলাপ সমর্থন করে। আমি এগজিট হওয়ার আগে এই কাজটি করব!

এতো দিনে একটি চমৎকার কাজের কাজ করছো!!!
ধন্যবাদ।

দোস্ত তুমি কি জান???
কেন আমি ১৫ বছর পরে কেন আবারো সেইল করছি??????????

সেইলিং এর পেছনে আবার বাতেনি উদ্দেশ্য আছে নাকি?

অবশ্যই!!!।।।

আল্লাহ আমাকে যথেস্ট দিয়েছেন।
আল্ হামদু লিল্লাহ।
যেমন:-
১) পিং সিটির বাড়ি।
২) পুর্বাচল যায়গা।
৩) একটি কলেজ ও একটি স্কুল।
পরিবার আল্ হামদু লিল্লাহ নিজের খরচ নিজে বহন করতে সম্ভব।
তার পরও কেন সেইল করছি!!!?????????

বাংলার ঘরে ঘরে তোমার বই পৌঁছে দেওয়ার জন্যে?

কথাটা আরো সুন্দর ভাবে বলা যায় কী???

তোমার ফেমিলির প্রয়োজন না থাকলে এই বুড়ো বয়সে সেইল করছো কেন? আর যে কাজ / পরিকল্পনা হাতে বা মাথায় নিয়েছো তাকে সুস্থ্য স্বাভাবিক কেউ সমর্থন করবে না।

কিছু কিছু ব্যাখ্যা তুমি দিচছ তা কোনও ইসলামিক স্কলার সমর্থন করবে না! বাংলাদেশের টপ দশজন স্কলারকে নিয়ে চায়ের দাওয়াতে বস। আমি খরচ দেব।

তুমি যদি বুঝতে!!
তাহলে তুমি ও তার চেয়ে বেশি করতে!!!
হাঁ, হাঁ….

আমার শেষের প্রস্তাব সম্পর্কে বল। আমি বুঝি না কিন্তু স্কলারদের কথা তো মানতে হবে।

তোমার পছন্দের সকলকেই নিয়ে বস।
সম্ভব হলে আমি অবশ্য বসবো।
ইনশাআল্লাহ।

আল্ হামদু লিল্লাহ। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার নতুন পাঠক যোগদান করছেন। আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন …
www.motaher21.net

আসসালামুয়ালাইকুম।‌ আল্ হামদু লিল্লাহ । গত জুমায় মসজিদে ও মার্কেটে দুই হাজার একশত (+/-) বই বিতরণ করা হয়েছে। আল্লাহ হু আকবার।

এই বই‌ গুলো পড়তে ওয়েবসাইটে দেখুন। www.motaher21.net

লক্ষ করুন✓
আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি,
সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:-
www.motaher21.net

১) মুমিন হিসেবে কি করা দরকার?
সুরা বাকারার ১-৫ নং আয়াতে মুমিনের কাজ ও সাফল্য লাভের জন্য কি করতে হবে বলেছেন:-
কুরআনে ৯১ টি আয়াত জানতে পড়ুন। কোথায় কি কথা বলা হয়েছে:-
“হে মুমিনগণ!”
তা জানতে পড়ুন:-
www.motaher21.net

২) কাফেররা কি করতে চায়?
কেন করতে চায়?
কি ভাবে করতে চায়???
সুরা বাকারার ৬-৭ নং আয়াতে বলা হয়েছে।
” এবং কাফের-রা বলে”
ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।
www.motaher21.net

৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”
www.motaher21.net

৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ???
সুরা বাকারার ২১ নং আয়াতে বলা হয়েছে:-
জানতে চাইলে অবশ্যই পড়ুন।
“হে মানুষ”
www.motaher21.net

৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত? জানতে চাইলে পড়ুন।
“২৪ ঘন্টার রুটিন ও ঘুম থেকে নামাজ উত্তম”
সুরা মোজাম্মেল (৭৩ নং সুরা)
বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন www.motaher21.net

তোমার / আমার পছন্দ কেন? সবাই যাদেরকে স্কলার বলে জানেন তাদেরকে নিয়েই বসবো। তুমিই নাম গুলো বল।

সেই দশজন স্কলারের মেজরিটির সিদ্ধান্ত আমি মেনে নেব এবং তোমাকে আর কিছু বলব না। তোমার কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করব। তুমি মানবা কি না? এটা সিরিয়াসলি বলছি।

আমি তো চিনি না!
তুমি চিনো! তাই তুমি বল।

আর‌ হাঁ! তাদের সবার কাছে আমার মেসেজ টি পাঠিয়ে দাও।
যাতে তারা কথাটা বুঝতে পারে!!

এই জগতে তুমি ৪০/৫০ বছর ধরে কাজ করছ। আর তুমি ইসলামিক স্কলারদের চিনো না? আর আমি তো সংগঠন করি না। আগে তোমাকে দেখে যতটুকু আগ্রহী হয়েছিলাম এখন তোমাকে দেখে সরে যাচ্ছি।

তোমার দৃষ্টিতে দশজন সেরা আলেমের নাম বল।

আমি আহমেদ হোসেন এর সাথে কাজ করেছি। আল্ হামদু লিল্লাহ।
তিনি আমার বইগুলো ৫৬টি দেশে পাঠিয়ে দিয়েছিলেন।
কিন্তু তাঁর মত কাউকে পাইনি।
অতএব তুমি ই বলো।

তিনি জাকির নায়েকের উচ্তাদ।
তিনি কয়েক বছর আগে মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আমি তো জানতে চেয়েছি বাংলাদেশী দশজন টপ স্কলারের নাম।

Motaher: আমিতো বলেছি আমি জানি না।
এমন কেউ জানলে বলতোম।
তুমি তো মনে কর!!
তাই তুমি বল।

Rashid 21 Sing: আসসালামু আলাইকুম। আমার সাথে বন্ধু মোতাহার হোসেনের কিছু বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে। বিশেষ করে উনার দাওয়াতের পদ্ধতিটি নিয়ে ( দাওয়াতের বিষয় বস্তু নয়) আমার জোর আপত্তি রয়েছে। অনেক তর্ক/ বিতর্কের পর তাঁর সাথে আমার একটা সমঝোতা / বোঝাপড়া হয়েছে। বাংলাদেশের দশজন টপ ইসলামিক স্কলারের সাথে দুজনই বসব / কন্টাক্ট করব। এই স্কলারদের সম্মিলিত সিদ্ধান্ত ( যেদিকেই যাক) আমরা দু’জনেই মেনে নিব, তারপর একজন আরেক জনকে সহযোগিতা করব ইনশাআল্লাহ । দয়া করে এই দশজনের তালিকা করতে আপনারা সহায়তা করুন। ধন্যবাদ। মিনার রশীদ, সিঙ্গাপুর, ২৫.০৪.২০২৪

Rashid 21 Sing: আমি এই ম্যাসেজ তোমার গ্রুপে পাঠাচ্ছি!

এর সাথে আমার এই মেসেজ টি রোগ কর।
আল্ হামদু লিল্লাহ। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার নতুন পাঠক যোগদান করছেন। আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন …
www.motaher21.net

আসসালামুয়ালাইকুম।‌ আল্ হামদু লিল্লাহ । গত জুমায় মসজিদে ও মার্কেটে দুই হাজার একশত (+/-) বই বিতরণ করা হয়েছে। আল্লাহ হু আকবার।

এই বই‌ গুলো পড়তে ওয়েবসাইটে দেখুন। www.motaher21.net

লক্ষ করুন✓
আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি,
সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:-
www.motaher21.net

১) মুমিন হিসেবে কি করা দরকার?
সুরা বাকারার ১-৫ নং আয়াতে মুমিনের কাজ ও সাফল্য লাভের জন্য কি করতে হবে বলেছেন:-
কুরআনে ৯১ টি আয়াত জানতে পড়ুন। কোথায় কি কথা বলা হয়েছে:-
“হে মুমিনগণ!”
তা জানতে পড়ুন:-
www.motaher21.net

২) কাফেররা কি করতে চায়?
কেন করতে চায়?
কি ভাবে করতে চায়???
সুরা বাকারার ৬-৭ নং আয়াতে বলা হয়েছে।
” এবং কাফের-রা বলে”
ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।
www.motaher21.net

৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”
www.motaher21.net

৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ???
সুরা বাকারার ২১ নং আয়াতে বলা হয়েছে:-
জানতে চাইলে অবশ্যই পড়ুন।
“হে মানুষ”
www.motaher21.net

৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত? জানতে চাইলে পড়ুন।
“২৪ ঘন্টার রুটিন ও ঘুম থেকে নামাজ উত্তম”
সুরা মোজাম্মেল (৭৩ নং সুরা)
বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন www.motaher21.net

Motaher: এটা এর সাথে যোগ কর।
তাহলে তারা সহজেই বুঝতে পারবেন।
ইনশাআল্লাহ।

Motaher: দোস্ত, আসসালামুয়ালাইকুম।
ধন্যবাদ তুমি তোমার কথা অনুযায়ী কাজ করেছ।

সবাইকে বুঝার জন্য কিছু তথ্য দিচ্ছে:-
১) আমার প্রথম বই প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক রেজিস্ট্রার আ জ ম ওবায়দুল্লাহ আমার বই প্রথম প্রকাশ করেছেন ২০০১ সালে।
এরপর এর English version
” O Ye Who Believe”
Published in by:-

He distributed by 56 countries world wide.
(তিনি হলেন জাকির নায়েকের ওস্তাদ)

এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়াম) প্রকাশ করেছেন।
“এবং কাফের রা বলে ”

এরপর :-
O Ye Mankind!

Selected verses from the Quran with explanation.
Researcher: Muhammed Motaher Hossain
As published in:-
Australian Journal for Humanities and Islamic Studies Research (Volume 1, Issue 1, 2015).
Australian Islamic Library
www.australianislamiclibrary.org
On going book No.1119
www.motaher21.net

এই ওয়েব সাইটে পাবেন:-
পারা:- ১-
১) সুরা ফাতিহা –
২) সুরা বাকারার -………

৪৫) সুরা আল্ জাসিয়া – পর্যন্ত, পারা -২৫ পর্যন্ত।
এর পর্যন্ত ১১১৯ বই লিখা হয়েছে।
www.motaher21.net ওয়েব সাইটে বিস্তারিত জানতে চাইলে পড়ুন….
এর পর্যন্ত ১৩টি বই প্রিন্ট করা তথা প্রকাশ করা হয়েছে।

লেখক কে জানতে চাইলে

About Author

About Author
পরিচিতি
Engr Motaher Hossain
www.motaher21.net
দেখুন।

আল্ হামদু লিল্লাহ এখন পর্যন্ত বাংলা, English, Arabic and Malay/ Bahasa/Indon language
১১,০০,০০০ (এগারো লক্ষ) +/-
বই বিতরণ বা বিক্রয় করা হয়েছে।
আল্ হামদু লিল্লাহ।
এই রমজানে ওমরাহ সপরিবারে যাওয়ার আগে জাতীয়
মসজিদ মুকাররাম মসজিদে জুমার দিন ২২/৩/২৪ তারিখ ৪০০০(+/-) বই বিতরণ করা হয়েছে।
একি দিনে গুলশান আজাদ মসজিদে ৩৫০০(+/-) বই বিতরণ করা হয়েছে।
আল্ হামদু লিল্লাহ।
আল্লাহ হু আকবার।

এর পর ২৪/৩/২৪ তারিখ ঢাকা-দুবাই যাওয়ার সময় ও দুবাই অবস্থানে সময় কয়েকটি মসজিদ, মার্কেটে, হোটেলে ৫০০(+/-) বই বিতরণ করা হয়েছে। আল্ হামদু লিল্লাহ। আল্লাহ হু আকবার।

এর পর দুবাই থেকে মদীনায় যাওয়ার সময় ও মদিনায় হোটেলে অবস্থান করার সময় ও মসজিদে নবাবী ও বিভিন্ন মসজিদে ৫০০(+/-) বই বিতরণ করা হয়েছে।
আল্লাহ হু আকবার।
ওয়া লিল্লাহিল হামদ্।

এরপর মক্কায় অবস্থান কালে বিভিন্ন স্থানে ২০০০(+/-) বই বিতরণ করা হয়েছে।
আল্লাহ হু আকবার। ওয়া লিল্লাহি হামদ্।
অতঃপর মক্কা ত্যাগ করার আগে সৌদি-আরবে ৪০০০ (চার হাজার) বই বিতরণ করা হয়েছে।
আল্লাহ হু আকবার।
ওয়া লিল্লাহিল হামদ্।
এর পরের জুমায় ১৯/৪/২৪ ঢাকায় একটি মসজিদ ও একটি মার্কেটে ২১০০(+/-) বই বিতরণ করা হয়েছে।
এই ভাবে কয়েক বছরেই ১১,০০,০০০(এগারো লক্ষ+/-) বই বিতরণ করা হয়েছে।
ইনশাআল্লাহ আল্লাহ তাওফীক দিলে আমি সারা বাঙলাতেই সবার হাতে কমপক্ষে ১ টি করে বই পোঁছে দেয়ার জন্য চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

আপনি যদি এই কাজটি ভালো মনে করেন, তাহলে:-
আমি চাই আপনারা আপনাদের সধ্যমত এই কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিন।

আল্লাহ আমাকে ও আপনাকে এবং আপনাদের সবাইকে তাওফীক দান করুন।
আমীন।
www.motaher21.net

আল্ হামদু লিল্লাহ।
আজকে ফুল কড়ি দের একটি সবোর্চ্চ টিম আমার সাথে বাসায় দেখা করতে আসে।
তারা আমাকে অনুরোধ করেছ :-
তাদেরকে ১৫০০ সেট বই উপহার দেয়ার জন্য। যাতে তারা তাদের প্রতিটি শাখায় একটি করে সেট পায়।
আমার কাছে প্রিন্ট না থাকায় , আমি বলেছি, ইনশাআল্লাহ আমি দ্রুত তাদেরকে দেব।
এই মুহূর্তে ২৪ ঘন্টার রুটিন বইটি হাতে থাকায় তাদেরকে ১০০০ এক হাজার বই দিয়েছি।
আল্ হামদু লিল্লাহ।

Leave a Reply