আসসালামুয়ালাইকুম। ইন্জিনিয়ার মোতাহার। www.motaher21.net *আজকে আজকে ০৫/১০/২৪ তারিখে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) ছাপানোর জন্য দেয়া হয়েছে। আল্ হামদু লিল্লাহ। বই হাতে পাব ইনশাআল্লাহ ১৯/১০/২৪ তারিখে। আল্লাহ হু আকবার। ওয়া লিল্লাহি ওয়াল হামদ।

আসসালামুয়ালাইকুম।
ইন্জিনিয়ার মোতাহার।
www.motaher21.net

*আজকে আজকে ০৫/১০/২৪ তারিখে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) ছাপানোর জন্য দেয়া হয়েছে। আল্ হামদু লিল্লাহ।

বই হাতে পাব ইনশাআল্লাহ ১৯/১০/২৪ তারিখে।

আল্লাহ হু আকবার।
ওয়া লিল্লাহি ওয়াল হামদ।

লক্ষ করুন✓
আমরা যখন খতম তারাবীহ পড়ি বা কুরআন পড়া শুরু করি,
সুরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক কুরআন এর সংক্ষিপ্ত সবধরনের লোকজন নিয়ে একটি চমৎকার পরিচয় দিয়েছেন:-
www.motaher21.net

১) মুমিন হিসেবে কি করা দরকার?
সুরা বাকারার ১-৫ নং আয়াতে মুমিনের কাজ ও সাফল্য লাভের জন্য কি করতে হবে বলেছেন:-
কুরআনে সরাসরি “হে মুমিনগণ” কথাবলে ৯১ টি আয়াত :-
কোন আয়াতে ,কি কথা বলা হয়েছে :-
“হে মুমিনগণ!”
তা জানতে পড়ুন:-
www.motaher21.net

** এই বইটির English version
“O Ye Who Believe”
Published by:-
Ahmed Hoosen Deedat ( জাকির নায়েক এর উস্তাদ)
11 September 2004
Durban R.S.A
তিনি ( O.I.C) সহ ৫৬ টি দেশে পাঠিয়ে ছিলেন।
আল্ হামদু লিল্লাহ।
আল্লাহ হু আকবার।
আপনিও পড়ুন
www.motaher21.net

*এটির‌ মালয়শিয়া/ ইন্দোনেশিয়া
Version:-
“Hi Orang Orang Yang Beriman”
Website you may read in :-
www.motaher21.net

২) কাফেররা কি করতে চায়?
কেন করতে চায়?
কি ভাবে করতে চায়???
সুরা বাকারার ৬-৭ নং আয়াতে বলা হয়েছে।
” এবং কাফের-রা বলে”
WAMY ২০০৭ এ প্রকাশ করেছেন।
ওয়ামী সিরিজ ২৬ জানতে পড়ুন।
এই বিষয়ে, এই সম্পর্কে, এই পর্যন্ত আমার লেখা ২১ টি খন্ড লিখা হয়েছে।
এগুলো পড়তে চাইলে
ওয়েব সাইটে দেখুন:-
www.motaher21.net

৩) আপনি ভাবছেন মুমিন! কিন্তু কুরআন এর আলোকে আপনি মুমিন না কি মুনাফিক??
সুরা বাকারার ৮-২০ নং আয়াতে পর্যন্ত,দুই টি উদাহরণ দিয়ে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।
এবং একটি সুরা নাম “মুনাফিক”।
এই সুরায় পুরাটাই (১১টি আয়াতে) বিস্তারিত বলেছেন।
সম্পূর্ন জানতে চাইলে পড়ুন।
” মুনাফিক কি? কেন ও কিভাবে?”
এই সম্পর্কে ৫১ টি খন্ড লিখা হয়েছে।
এগুলো পড়তে চাইলে
ওয়েব সাইটে দেখুন:-
www.motaher21.net

৪) হে মানুষ! কেন আল্লাহ এর ইবাদত কেন করতে হবে? ইমান ওতাকয়া অবলম্বন করলে দুনিয়ার কি লাভ? আখেরাতে কি‌ লাভ???
সুরা বাকারার ২১ নং আয়াতে বলা হয়েছে:-
এই বইটিতে:-
১) চারটি মাজহাবের তথা
আবু হানিফা, শাফেয়ি, মালিকি ও হাম্বেলি উদাহরণ দিয়ে কেন ঈমান আনতে হবে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন।
২) আমরা তো সব কাজে নগদ লাভ খোঁজি। তাই , ঈমান ও তাকওয়া অবলম্বন করলে দুনিয়ায় কি লাভ?
১৫ টি আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
৩) সর্বশেষ মুমিন হিসেবে আমরা মনে করি:-
চুড়ান্ত সাফল্য অর্জন করা। তা হলে আখেরাতের সাফল্য।
৭ টি আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
আল্ হামদু লিল্লাহ।
জানতে চাইলে অবশ্যই পড়ুন।
“হে মানুষ”
www.motaher21.net

৫) কুরআন এর আলোকে আমাদের ২৪ ঘন্টার রুটিন কি হওয়া উচিত?
সুরা:- (৭৩) মুজাম্মিলে
১) ৪-৫ নং আয়াতে বলা হয়েছে রাতে অর্ধ অথবা কম বা বেশি ঘুমানো।
অর্থাৎ ১২ ঘন্টা এর মধ্যে ৬(+/-) ঘন্টা আদর্শ।
২) ৭ নং আয়াতে বলা হয়েছে:-
দিনের বেলায় রয়েছে কাজ।
অর্থাৎ ১২ ঘন্টাই রয়েছে কাজের জন্য।
৩) ২০ নং আয়াতে বলা হয়েছে:-
এর ব্যতিক্রম হতে পারে যদি:-
ক) অসুস্থ হলে।
খ) বিশেষ প্রয়োজন হলে।
গ) জিহাদের জন্য।

তাহলে সহজেই বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদে রুটিন কেমন দেখতে চান!

জানতে চাইলে পড়ুন।
“২৪ ঘন্টার রুটিন ও ঘুম থেকে নামাজ উত্তম”
সুরা মোজাম্মেল (৭৩ নং সুরা)
বিস্তারিত জানতে চাইলে ওয়েব সাইটে পড়ুন:- www.motaher21.net

*** বিতরনের:- বাংলাদেশ মসজিদ মিশন।

*** বিতরনের জন্য:- আপনার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

*** বিকাশ নাম্বার:-
+(৮৮)০১৮৮৩৩৮৫৮০০

*** ব্যাংক একাউন্ট:-
মুহাম্মদ মোতাহার হোসেন ও নাফিসা ইয়াছমিন।
একাউন্ট নম্বর:- ২০৫০২৭৬০২০০৩০৬০১২
গুলশান ১- শাখা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের।

যাযা-কা আল্লাহ খায়ের।

ইন্জিনিয়ার মুহাম্মদ মোতাহার হোসেন।

House # 12, Road # 03, Block # B,
Pink City Model Town.
Khilkhet, Dhaka – 1229, Bangladesh.

Phone:- +(88) 01827764252

Email:- engrmotaher440@gmail.com

FB:- Muhammed Motaher Hossain/ Motaher’Fan Page

Website:- www.motaher21.net

Leave a Reply